spot_img

ব্রাজিল-আর্জেন্টিনার শিরোপার লড়াই জয় দিয়ে শুরু

অবশ্যই পরুন

জয় দিয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব শুরু করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবার (৫ ফেব্রুয়ারি) উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে নেইমারের উত্তরসূরীরা। আর মেসির উত্তরসূরীরা চিলিকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। ফলে দুদলই পেয়েছে গুরুত্বপূর্ণ ৩টি করে পয়েন্ট।

চ্যাম্পিয়ন হতে হলে ছয় দলের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনাল পর্বে তাই পাঁচ ম্যাচের সব কটি-ই গুরুত্বপূর্ণ।

এদিন এস্তাদিও অলিম্পিকো দে লাতে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল আর্জেন্টিনার। গোলের উদ্দেশে একের পর এক শট নিতে থাকা মেসির উত্তরসূরীরা সফল হয় ৩৫তম মিনিটে। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অগাস্টিন রুবের্তো। এচেভেরির লম্বা পাস প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা উপেক্ষা করে দখলে নেন রুবের্তো। বক্সে ঢুকে জোরালো শটে চিলির জাল কাঁপান ১৯ বছর বয়সি এ ফরোয়ার্ড।

বিরতির পর ৬১তম মিনিটে ভুলের খেসারত দিয়ে গোল হজম করে মেসির উত্তরসূরীরা। গোলরক্ষকের পাস বক্সের ভেতরে তোবিয়াস র‌্যামিরেজ ক্লিয়ার করতে দেরি করলে এগিয়ে এসে কেড়ে নেন কারকামো। তার পাস গোলমুখে পেয়ে জালে জড়ান হুয়ান ফ্রান্সিসকো রোসেল। এরপর অবশ্য আর কোনো দল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে দিনের আরেক ম্যাচে ১০ জনের দল নিয়েও উরুগুয়েকে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকে আধিপত্য থাকলেও ৫৭তম মিনিটে ডিফেন্ডার অর্থার দিয়াস জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে সেলেসাওরা। একজন কম নিয়ে খেললেও অবশ্য আক্রমণ শাণাতে পিছ পা হয়নি নেইমারের উত্তরসূরীরা। ৭৪তম মিনিটে দারুণ এক গোলে দলকে লিড এনে দেন তিনি। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে পাস দেন মোসকার্দো। তার কোনাকুনির জোরালো শট উরুগুয়ের গোলরক্ষের হাতে লেগে জালে জড়ায়। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

গ্রুপ পর্বের লড়াই শেষে অন্য চার দলের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে পা রেখেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা আশিক মিয়া (২০) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ