spot_img

লেগানেসের বিপক্ষে খেলতে পারবে না এমবাপে-বেলিংহ্যাম

অবশ্যই পরুন

চোটের কারণে স্প্যানিশ কোপা ডেল রে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

চলতি মৌসুমের শুরু থেকেই চোটজর্জর রিয়াল স্কোয়াড। এমবাপে ও বেলিংহ্যামের আগে চোটে পড়েছিলেন মিডফিল্ডার এডুয়াার্ডো কামাভিঙ্গা, ডিফেন্ডার ডেভিড আলাবা ও অ্যান্টোনিও রুডিগার। এছাড়া লম্বা সময় ধরে ইনজুরিতে ভুগছেন ডিফেন্ডার ইদার মিলিটাও ও দানি কার্ভাহাল।

মঙ্গলবার সাংবাদিকদের আনচেলত্তি বলেন, ‘আঘাত থেকে চোট লেগেছিল বেলিংহ্যামের। তাই সে খেলার জন্য বিবেচনায় থাকবে না। ভিনিসিয়ুস জুনিয়রকে অতিরিক্ত এক দিন বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সে আগামীকালের জন্য প্রস্তুত থাকবে।’

এমবাপেকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘এমবাপে আজ অনুশীলন করেছে। তার কাফ ইনজুরি আছে। সে আজ স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। তবে আগামীকালের ম্যাচের জন্য বিবেচনায় থাকবে না।’

আনচেলত্তি রক্ষণের ইনজুরি সংকট সামলানোর চেষ্টা করছেন। কেননা সামনে তাদের কিছু বড় ম্যাচ আছে। লেগানেসের পর শনিবার ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে লিগ ডার্বি ও ১১ ফেব্রুয়ারি ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের ম্যাচ খেলবে রিয়াল।

এদিকে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে লস ব্লাঙ্কসকরা।

সর্বশেষ সংবাদ

‘নিষিদ্ধ প্রেমই’ ধ্বংস করে অভিনেত্রী উর্মিলার ক্যারিয়ার

মীনাক্ষী, অনু আগরওয়াল থেকে মমতা কুলকার্নি— একসময় রুপালি পর্দায় রাজত্ব করেছেন। খ্যাতি কুড়ানোর পরও বলিউডের এমন অনেক অভিনেত্রীর ক্যারিয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ