spot_img

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

অবশ্যই পরুন

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পথচারী মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলার ৫ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক দেবি রানী রায় এই আদেশ দেন।

এর আগে, কড়া নিরাপত্তায় নুরুজ্জামান আহমেদকে আদালতে তোলা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেছেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী সায়েদ কামাল ইবনে খতিব জানান, নতুন করে পুলিশ কোনো রিমান্ডের আবেদন করেনি। আমরা তার বয়স, রাজনৈতিক ও সামাজিক বিবেচনায় জামিনের আবেদন করেছিলাম। তবে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) আশিক মাহমুদ জানান, ৫ দিনের জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান আহমেদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাছাই-বাছাই করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে নগরীর সেন্ট্রাল রোডে তার ভাগ্নের বাসা থেকে থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। আন্দোলনে চলাকালে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এক নম্বর আসামি তিনি। এছাড়াও ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুইটি হত্যা মামলার আসামি তিনি।

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে

আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।...

এই বিভাগের অন্যান্য সংবাদ