spot_img

জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবকে পাত্তাই দিলো না রাশিয়া

অবশ্যই পরুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত চারপক্ষীয় শান্তি আলোচনার বিষয়ে এখনই কথা বলা কিছু নেই বলে মন্তব্য করেছে রাশিয়া। একইসঙ্গে এই ধরনের আলোচনায় যোগ দিতে জেলেনস্কির নির্বাচনী বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে মস্কো। সোমবার (০৩ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অবস্থানের কথা জানায় ক্রেমলিন। খবর রয়টার্সের।

গত শনিবার মার্কিন অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চারপক্ষীয় আলোচনা আয়োজনের পক্ষে মত দেন জেলেনস্কি। তিনি বলেন, ওয়াশিংটন ও মস্কো যদি কিয়েভকে বাদ দিয়ে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করে, তবে তা অত্যন্ত বিপজ্জনক হবে।

সোমবার জেলেনস্কির প্রস্তাবিত আলোচনা কাঠামো সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এখন পর্যন্ত কেউই আলোচনায় অংশগ্রহণকারীদের সমন্বয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করেনি। আমরা ধরে নিচ্ছি যে ইউক্রেনের প্রেসিডেন্টের এই ধরনের আলোচনা করার অধিকার নেই।

মস্কো দীর্ঘদিন ধরে বলে আসছে, যেহেতু জেলেনস্কি গত বছর পুনঃনির্বাচিত হননি এবং যুদ্ধ আইন কার্যকর থাকায় তার পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই তিনি কোনো শান্তিচুক্তিতে স্বাক্ষর করার আইনি ক্ষমতা রাখেন না। তবে কিয়েভ এই অবস্থানকে ‘কৌশলগত চাল’ হিসেবে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, এটি আলোচনাকে জটিল করে তোলার একটি প্রচেষ্টা।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো টেলিফোনে কোনো কথা বলেননি। সোমবার এ বিষয়ে জানতে চাইলে পেসকভ জানান, কথোপকথনের পরিকল্পনা করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে আপাতত নতুন কিছু বলার নেই।

দুই রুশ সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়া সম্ভাব্য শীর্ষ সম্মেলনের জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপীয় প্রতিরক্ষা কাজ করবে না: ন্যাটো প্রধান

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে বাণিজ্য ইস্যু নিয়ে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ