কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে জার্মানি, যুক্তরাজ্য, বেলজিয়াম, সৌদি আরব, ডমেনিকান প্রজাতন্ত্রের বিভিন্ন কোম্পানি ৪ দিনের কর্মসপ্তাহ চালু করেছে। পরীক্ষামূলক পদ্ধতির সফলতার কারণে ৪ দিনের কর্মসপ্তাহের নিয়মকে অনেকে স্থায়ী করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির পর থেকে নানা দেশে এ ব্যবস্থা চালু হয়ে আসছে। এবার এ পথে হাঁটল ইন্দোনেশিয়া ও জার্মানি ।৬ মাস পরীক্ষামূলক কার্যক্রম সফল হওয়ার পর ৪ দিনের কর্মসপ্তাহ চালু করা হয়েছে।
সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘কমপ্রেসড ওয়ার্ক শিডিউল’ নামে পরিচিত এই উদ্যোগটি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চালু করা হয়েছে। এই নিয়মের অধীনে সপ্তাহে ৩ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন যারা ৪ দিনের মধ্যে ৪০ ঘণ্টার কাজ সম্পন্ন করতে পারবেন।
বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ২০২২ সালে চার দিনের কর্ম সপ্তাহ চালু করে। এছাড়াও জাপানের কিছু শহরে পরীক্ষামূলকভাবে চার দিনের কর্ম সপ্তাহ চালু করা হয়েছে, কারণ প্রতি বছর সেখানে ৫৪ জন কর্মী অতিরিক্ত কাজের ফলে মারা যান।
২০২৪ সালের এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজ্যের ২০০টি কোম্পানি স্থায়ীভাবে ৪ দিনের কর্ম সপ্তাহ গ্রহণ করেছে এবং কর্মীদের বেতন অপরিবর্তিত রেখেছে।