spot_img

চতুর্থ গ্র্যামি জয় শাকিরার, নিলেন বড় সিদ্ধান্ত

অবশ্যই পরুন

পপ গায়িকা শাকিরা চতুর্থবারের মত গ্র্যামি জয় করলেন। ‘লাস মুজেরেস ইয়ো না লোরান’ অ্যালবামের জন্য এই পুরস্কার পেয়েছেন শাকিরা।

আর এর সঙ্গেই একটি বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা! জানালেন, তার এই পুরস্কারটি উৎসর্গ করছেন অভিবাসী ভাইবোনদের জন্য। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।

এ সময় বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। পুরস্কার শাকিরার হাতে তুলে দেন জেনিফার লোপেজ।

পুরস্কার গ্রহণের পাশাপাশি দর্শকদের সম্মোহিত করেছেন তার পারফর্মেন্স। পুরস্কারের আসরে গায়িকার বেলি ড্যান্স মুগ্ধ করেছে সবাইকে।

সর্বশেষ সংবাদ

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২২ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ