spot_img

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সাথে সম্পর্ক নয় : আলজেরিয়া

অবশ্যই পরুন

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সাথে সম্পর্ক নয় বলে জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুন।

রোববার (২ ফেব্রুয়ারি) ফ্রান্সভিত্তিক গণমাধ্যম লি পয়েন্টকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারটি আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সংবাদপত্রটিতে প্রকাশিত হয়েছে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, যদি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে তার দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে উদ্যোগ নেবে। এর আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করবে না।

তাকে জিজ্ঞেস করা হয়েছে যে যদি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে কি তার দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে উদ্যোগ নেবে? তিনি বলেন, অবশ্যই উদ্যোগ নেবে। আর সেদিনই কেবল এটি সম্ভব হবে।

তিনি আরো বলেন, আমরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকেই এখন পর্যন্ত প্রায়োরিটি দিচ্ছি।

উল্লেখ্য, আলজেরিয়া বরাবরই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দিয়ে আসছে। সেজন্য তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে যেকোনো কূটনৈতিক তৎপরতাকে প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

দ্রুত তথ্য কমিশন পুনর্গঠনের দাবি ইফতেখারুজ্জামানের

জুলাই অভ্যুত্থানের পর থেকেই নেই তথ্য কমিশন। এর দায়ভার সরকারকে নিয়ে দ্রুত তথ্য কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী...

এই বিভাগের অন্যান্য সংবাদ