spot_img

মুসলিম দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ

অবশ্যই পরুন

মুসলিম প্রধান দেশ কিরগিজস্তান এবার নিরাপত্তার স্বার্থে নিকাব পরিধান নিষিদ্ধ করেছে। এই আইন চলতি মাসের শুরু থেকে কার্যকর হয়েছে। নিকাব পরিধান করলে জরিমানা দিতে হবে ২৩০ ডলার।

দেশটির বিভিন্ন বিরোধী দল ও মানবাধিকার সংগঠন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছে। তারা দাবি করছে, এই আইন মুসলিম নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক এবং তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।

দেশটির বিশ্লেষকের মতে, দেশের নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিরগিজস্তান রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষ থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় অনুশীলনের ওপর বিধিনিষেধ আরোপের প্রবণতা দেখা যাচ্ছে।

গত কয়েক বছর ধরে দেশটিতে নিকাব নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। তবে শেষমেশ দেশটিতে নিকাব নিষিদ্ধ হলো। এর আগে মধ্য এশিয়ার একমাত্র দেশ হিসেবে কিরগিজস্তানে স্কুল ও সরকারি ভবনে নিকাব পরিধানে কোনো বিধিনিষেধ ছিল না।

সর্বশেষ সংবাদ

১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা

এশিয়ার মানুষের কাছে ভাত একটি সহজপাচ্য খাবার। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশেই ভাত ব্যাপকভাবে খেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ