পরিবর্তিত পরিস্থিতিতে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে অতিসম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্থন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারী করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী লোগো থেকে নৌকার প্রতীক সরিয়ে চাবির প্রতীক দেওয়া হয়েছে।
কারাগার বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন একটি অধিদপ্তর, যা দেশের কারাগারগুলোর নিরাপত্তা ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত। রাজধানী ঢাকায় অবস্থিত এ অধিদপ্তর বাংলাদেশ জেল-এর অধীনস্থ একটি বিভাগ হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।