spot_img

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পরবর্তী প্রধান ইয়াল জামির

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগের জন্য দেশটির মেজর জেনারেল (অব.) ইয়াল জামিরকে মনোনীত করা হয়েছে। এর আগে গত ৭ অক্টোবর হামাসের হামলার জেরে ব্যর্থতার কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন হার্জি হালেভি, এমনটি জানা যায়।

মূলত তার জায়গায় মেজর জেনারেল (অব.) ইয়াল জামিরকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জামিরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির পদত্যাগের পর, মেজর জেনারেল (অব.) ইয়াল জামির আগামী ৬ মার্চ আইডিএফের ২৪তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। গত মাসে হালেভি তার পদত্যাগের ঘোষণা দেন। ঐতিহ্যগতভাবে চার বছরের পরিবর্তে মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর তার এই ঘোষণা আসে।

উল্লেখ্য, ৫৯ বছর বয়সী জামিরকে হালেভির স্থলাভিষিক্ত হওয়ার জন্য শীর্ষস্থানীয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিলো। এর আগে গত সপ্তাহে, কাটজ কর্তৃক মনোনীত আরও দুই প্রার্থী হলেন মেজর জেনারেল আমির বারাম, যিনি বর্তমান আইডিএফ ডেপুটি চিফ অফ স্টাফ এবং মেজর জেনারেল তামির ইয়াদাই, যিনি সাবেক গ্রাউন্ড ফোর্সেস প্রধান।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই: মির্জা ফখরুল

স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ