spot_img

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের জবাবে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার (১ ফেব্রুয়ারি) কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ এবং চীনের পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন। এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।

ট্রাম্পের এমন নির্দেশের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে বলেছেন, মেক্সিকো নিজস্ব শুল্ক আরোপসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি তিনি ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, মাদকপাচারকারী গোষ্ঠীগুলোর সঙ্গে মেক্সিকো সরকারের কোনো মৈত্রী নেই। বরং এই অভিযোগ সম্পূর্ণ ‘অপবাদ’।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, তার সরকার ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং বাকি ১২৫ বিলিয়ন ডলারের শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে।

শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তে চীন অত্যন্ত অসন্তুষ্ট এবং তারা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছে। চীনের মতে, এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের গুরুতর লঙ্ঘন। চীনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছে।

সর্বশেষ সংবাদ

গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...

এই বিভাগের অন্যান্য সংবাদ