spot_img

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

অবশ্যই পরুন

আফ্রিকার দেশ সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) একজন শীর্ষ হামলা পরিকল্পনাকারীসহ সন্ত্রাসীদের ওপর বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, “এসব হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে। আমাদের হামলা লুকিয়ে থাকার সেই গুহাগুলো ধ্বংস করেছে এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি না করেই অনেক সন্ত্রাসীকে হত্যা করেছে।”

তবে ট্রাম্প হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি, এবং বিবিসিও স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

ট্রাম্প আরও সতর্কবার্তা দিয়ে বলেন, “আইএস ও যারা আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করছে, তাদের জন্য পরিষ্কার বার্তা—আমরা তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব।”

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় চালানো এই হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন। তবে বেসামরিক জনগণের কোনো ক্ষতি হয়নি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরাক ও সিরিয়ায়, গত দশকে আইএসের উত্থান ঘটে। বর্তমানে আফ্রিকার কিছু অঞ্চলে সংগঠনটির বিস্তার ঘটছে। ২০১৫ সালে আল-কায়েদার সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাব থেকে বেরিয়ে এসে কয়েকজন জঙ্গি সোমালিয়ায় আইএসের শাখা গড়ে তোলে।

সর্বশেষ সংবাদ

সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র

সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে মৃত্যু হয়েছে জঙ্গি সংগঠনটির বেশ কয়েকজন সদস্যের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বরাত...

এই বিভাগের অন্যান্য সংবাদ