spot_img

পুতিনের সাথে কথা বলবেন ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন যে তিনি তার রাশিয়ান প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমরা কথা বলব এবং আমি মনে করি আমরা সম্ভবত এমন কিছু করব যা গুরুত্বপূর্ণ হবে। আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চাই।’

প্রতিবেদনে আরো বলা হয়, তিনি পুনর্ব্যক্ত করেন যে ২০২২ সালের গোড়ার দিকে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়, ওই সময় তিনি প্রেসিডেন্ট থাকলে কখনোই ‘ভয়াবহ’ এই যুদ্ধ শুরুই হতো না।

ট্রাম্প বলেন, ‘এটি একটি অর্থহীন যুদ্ধ এবং এটি অবশ্যয় বন্ধ করতে হবে। তাই, এটি বন্ধ করার জন্য আমরা আলোচনা করছি। ইতোমধ্যেই কথা বলছি।’

পুতিনের সাথে তিনি ইতোমধ্যেই কথা বলেছেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি কেবল এটি বলতে চাই না যে আমরা এটি নিয়ে খুব গুরুতর আলোচনা করছি। বরং আমরা রাশিয়ার সাথে বসে এটি শেষ করার চেষ্টা করছি।’
সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের জবাবে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত...

এই বিভাগের অন্যান্য সংবাদ