spot_img

পরিচ্ছন্নতাকর্মী থেকে হলেন অস্কারজয়ী অভিনেত্রী

অবশ্যই পরুন

তিনবার পেয়েছিলেন অস্কার মনোনয়ন। বলা হচ্ছে অভিনেত্রী অলিভিয়া কোলম্যানের কথা। সেরা অভিনেত্রী হিসেবে ২০১৯ সালে ‘দ্য ফেবারিট’ সিনেমা দিয়ে অস্কার জয় করেন। সেই অভিনেত্রী ক্যারিয়ার শুরুর আগে একসময় ছিলেন পরিচ্ছন্নতাকর্মী। হলিউডের এই অভিনেত্রী প্রমাণ করেছেন জীবনের কঠিন পরিস্থিতিতে ভেঙে না পরে প্রবল ইচ্ছায় সাফল্যের নাগাল পাওয়া সম্ভব।

১৯৭৪ সালের ৩০শে জানুয়ারি নরফোকের নরউইচে জন্মগ্রহণ করেন অলিভিয়া। বিশ্বে এ নামে পরিচিত হলেও অভিনেত্রীর আসল নাম সারা ক্যারোলিন কোলম্যান। সারার বাবা কিথ কোলম্যান ছিলেন একজন চার্টার্ড সার্ভেয়ার। মা ম্যারি (জন্মনাম লিকি) ছিলেন একজন নার্স।

অভিনেত্রী হওয়ায় অনেকেই মনে করেন শোবিজ দুনিয়ার তারকাদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত নানা রঙে রঙিন। দর্শকরা জাঁকজমকপূর্ণ সাফল্যের গল্পটা জানলেও অনেকেই হয়ত জানেন না অভিনেত্রীদের ধূসর জীবনের কথা।

তার মা ছিলেন ব্যালে নৃত্যশিল্পী। মায়ের ক্যারিয়ারও মসৃণ ছিল না। তবে মাকে দেখেই তিনি অভিনয়ে আসার আগ্রহ পান। মা-ই তার কাছে অনুপ্রেরণার নাম। ওই সময় অর্থ উপার্জনের জন্য পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করেন সারা।

এই অভিনেত্রীর আসল নাম সারা কোলম্যান। সেই সময় যুক্তরাজ্যে শিল্পী সংগঠনে একই নামে আরেকজন শিল্পী ছিলেন। কোলম্যান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের কাছের এক বান্ধবীর নাম ছিল অলিভিয়া। সেটা আমার খুবই পছন্দের নাম। তারা আমাকে কোলি নামেই চিনত। পরে বন্ধুর অলিভিয়া নামের সঙ্গে যুক্ত করে হয়ে যাই অলিভিয়া কোলম্যান।’

অলিভিয়াই একমাত্র অভিনেত্রী, যিনি বাফটা পুরস্কারে একই সঙ্গে সেরা অভিনেত্রী, কমেডি অভিনেত্রী ও পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন।

অভিনেত্রীর ক্যারিয়ারে অর্জনের ঝুলিতে রয়েছে একটি একাডেমি পুরস্কার, একটি প্রাইমটাইম এমি পুরস্কার, তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, চারটি বাফটা পুরস্কার, চারটি বিফা পুরস্কার, দুটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, বিএফআই ফেলোশিপ পুরস্কার, ব্রিটিশ একাডেমি টেলিভিশন পুরস্কার, অস্কার পুরস্কারসহ অসংখ্য অর্জন। এছাড়া ‘দ্য লস্ট ডটার’, ‘দ্য লবিস্টার’, ‘দ্য ফেবারিট’, ‘দ্য বিয়ার’, ‘দ্য ক্রাউন’ কাজগুলো তাকে পরিণত করে অনন্য অভিনেত্রী হিসেবে।

সর্বশেষ সংবাদ

বিপিএলে পারিশ্রমিক ইস্যু দ্রুত সমাধান না হলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ

বিপিএলের ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু দ্রুত সমাধান না হলে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ