spot_img

কানাডা-মেক্সিকো-চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর

অবশ্যই পরুন

আজ থেকে চীন, কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) মেক্সিকোর উপর ২৫%, কানাডার উপর ২৫% এবং চীনের উপর ১০% শুল্ক আরোপ করবেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তবে স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) ট্রাম্প বলেছেন যে কানাডিয়ান তেলের উপর ১০% কম শুল্ক আরোপ করা হবে, যা পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন যে তিনি ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। কারণ ব্লকটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো আচরণ করেনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন যে কানাডা এবং মেক্সিকো ‘অবৈধ ফেন্টানাইল সংগ্রহ করে আমাদের দেশে বিতরণ করার অনুমতি দিয়েছে, যা লক্ষ লক্ষ আমেরিকানকে হত্যা করেছে। কারণ, ওই দুটি দেশ থেকে এই মাদক যুক্তরাষ্ট্রে বিতরণ করার অনুমতি দেয়া হয়। এর ফলে মৃত্যু হয়েছে লাখ লাখ ইউএস নাগরিকের। এরই প্রতিক্রিয়ায় এই শুল্ক আরোপ করা হয়েছে।’

ট্রাম্প বলেছেন, বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী সমস্যার কারণেও এমন উদ্যোগ নেয়া হচ্ছে। এসব অভিবাসী যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। একই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি। হোয়াইট হাউসে ব্রিফিংয়ে মিস লেভিট বলেন, প্রেসিডেন্ট এসব প্রতিশ্রুতি করেছিলেন এবং তা রাখছেন।

সর্বশেষ সংবাদ

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার: আইন উপদেষ্টা

গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে ঐকমত্য হওয়ার আহ্বান...

এই বিভাগের অন্যান্য সংবাদ