spot_img

চার বিভাগে বৃষ্টির আভাস, দিনে বাড়তে পারে তাপমাত্রা

অবশ্যই পরুন

সারাদেশে গত দুইদিন থেকে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং পাশাপাশি দেশের চার বিভাগ ও দুটি অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া শনিবার নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, সোমবার থেকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তখন শীতের অনুভূতি বাড়তে পারে। এর আগে এই দুইদিন গরম থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন কুমিল্লায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ

৫ রানে ৭ উইকেট খুইয়ে অবিশ্বাস্য হার বাংলাদেশের

কলম্বোর মাঠে ৩০০ বলে ২৪৫ রান তাড়ায় বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছিল বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান করে ছন্দে ছিল টাইগারা। কিন্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ