spot_img

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মসূচি নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

অবশ্যই পরুন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে স্পষ্ট করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতোমধ্যে গ্রেফতার করেছি। তারা কারাগারে বন্দি আছেন। তারা যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী আরও বলেন, এখন মিডিয়ার যুগ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। প্রোগ্রাম, ভিডিওবার্তা যে কেউ দিতে পারে। সেগুলো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসজুড়ে অবরোধ, হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে মহোৎসবে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ