spot_img

টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন রোনালদো, জিতল আল নাসর

অবশ্যই পরুন

গোল করা থেকে ৩৯ বছর বয়সী ‘বুড়ো’ ক্রিস্তিয়ানো রোনালদোকে থামাতেই পারছে না প্রতিপক্ষ। টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন পর্তুগিজ তারকা। আল নাসরকেও এনে দিয়েছেন দাপুটে জয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কিং আব্দুল্লাহ ফাহাদ স্টেডিয়ামে আল রাইদকে ২-১ গোলে হারিয়েছে রোনালদোর দল।

ম্যাচের পঞ্চম মিনিটেই জালের দেখা পেতে পারতেন রোনালদো। তবে বক্সের বাইরে থেকে নেয়া তার শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এরপর ২৭ ও ২৯তম মিনিটেও সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে রোনালদোকে বেশিক্ষণ থামিয়ে রাখা যায়নি। ৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিকে শুধু পা ছুঁইয়ে স্কোরশিটে নাম লেখান পর্তুগিজ মহাতারকা। চলতি মৌসুমে এটি রোনালদোর ২১ তম গোল। আর ক্লাবের জার্সিতে এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে খুব দ্রুতগতিতেই এগিয়ে চলছেন সাবেক রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

বিরতির পর খুব দ্রুত ব্যবধান দ্বিগুণ করে নাসর। এই গোলেও অবদান ছিল রোনালদোর। ৭৬ মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে ব্যবধান কমান আল রাইদের আমের সাউদ।

এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠেছে আল নাসর। শিরোপার দৌড়ে তাদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আল হিলাল এবং আল ইত্তিহাদ।

সর্বশেষ সংবাদ

অর্থনীতি বিদ্যা শুরু করতে হয় মানুষকে দিয়ে, ব্যবসা দিয়ে নয়: প্রধান উপদেষ্টা

নিজের স্বপ্নের মত বিশ্ব গড়তে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বুধবার (১৪ মে) চট্টগ্রাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ