spot_img

টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে যে রেকর্ডবুকের শীর্ষে ইংলিস

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন অজি ব্যাটার জশ ইংলিস। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন অনেক ব্যাটারই। তবে একাধিক ক্যাটাগরিতে তালিকার ওপরের দিকে নাম লিখিয়েছেন তিনি, একটিতে তো অবস্থান করছেন শীর্ষেই।

গল টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯০ বলে শতকের দেখা পান ইংলিস। তার চেয়ে কম বলে শতকে পৌঁছানো একমাত্র ব্যাটার ভারতের শিখর ধাওয়ান। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে অভিষেকে ৮৫ বলে সেঞ্চুরি করেছিলেন শিখর। তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছেন ২০০৪ সালে কেপটাউন টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে অভিষেকে ৯৩ বলে সেঞ্চুরি তুলে নেয়া ক্যারিবিয়ান ব্যাটার ডোয়াইন স্মিথ।

তবে আরেক রেকর্ডে একেবারে শীর্ষে এখন ইংলিস। ১০ চার ও এক ছক্কায় ৯৪ বলে ১০২ রান করে আউট হয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১০৮.৫১। টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস এটিই। তালিকার দুইয়ে নেমে গেছেন ধাওয়ান। অভিষেকে তার ১৭৪ বলে ১৮৭ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১০৭.৪৭। স্মিথের ১০৫ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ঠিক ১০০।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ৪৭০তম ক্রিকেটার হিসেবে এই ম্যাচে টেস্ট ক্যাপ পান ইংলিস। টেস্ট অভিষেকের আগে ৫৮টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছিলেন ২৯ বছর বয়সী এ অজি ব্যাটার।

সর্বশেষ সংবাদ

আজ থেকেই কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ শুরু: ট্রাম্প

অবশেষে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ