spot_img

কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা, জানতেন না ধর্ম উপদেষ্টা

অবশ্যই পরুন

গতকাল কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা দেয়ার ঘটনার ব্যাপারে জানতেন না ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন তিনি।

এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, কওমি উদ্যোক্তা অনুষ্ঠানে ঢুকতে দেয়া হয়নি বলে ফেসবুকে পোস্ট করেন এক নারী সাংবাদিক। এ নিয়ে সমালোচনার মুখে আজ সচিবালয়ে উপদেষ্টার কাছে এর জবাব চান সাংবাদিকরা।

এ সময় তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে তার অনেক অনুষ্ঠানই নারী সাংবাদিকরা কাভার করেছেন। গতকাল কওমি উদ্যোক্তা ফোরামের সম্মেলনে তিনি মাত্র এক ঘণ্টা ছিলেন। তখনও বিষয়টি জানতেন না বলে দাবি করেন তিনি।

আরেক প্রশ্নে জয়পুরহাটে নারী ফুটবলারদের ম্যাচ বাধাগ্রস্ত করার বিষয়টি সরকার খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানান উপদেষ্টা। নারী অভিনেত্রীদের কোনো অনুষ্ঠান করতে সরকার বাধা দিচ্ছে না বলেও জানান আ ফ ম খালিদ হোসেন। এসব ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়ার কথা জানান তিনি।

সর্বশেষ সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন উইলিয়ামসন

আগামী বছর ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটার ছাড়াও আরও ৫ অভিজ্ঞ ক্রিকেটারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ