spot_img

ইসরাইলের আরেক নারী সৈন্যের মুক্তি

অবশ্যই পরুন

ইসরাইলের আরেক নারী সৈন্যকে মুক্তি দিয়েছে হামাস। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইসরাইল-হামাস বন্দীবিনিময় চুক্তির অংশ হিসেবে তাকে মুক্তি দেয়া হয়।

মুক্তিপ্রাপ্ত নারী সৈন্য হলেন আগাম বার্জার। বন্দীবিনিময় চুক্তির তৃতীয় পর্যায়ে বৃহস্পতিবার তাকে মুক্তি দেয়া হচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন ইসরাইলি নারী সৈন্য আগাম বার্জার। এদিন তাকে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বিধ্বস্ত ভবন থেকে বাহির করে আনা হয়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা এই শিবিরে বারবার হামলা চালিয়েছে।

আজ মুক্তি পাওয়া আট বন্দীর মধ্যে বার্জারই ছিলেন প্রথম। এছাড়া মুক্তিপ্রাপ্তদের মধ্যে পাঁচজন থাই নাগরিকও রয়েছেন। তাদেরকে গাজার বিভিন্ন স্থান থেকে মুক্তি দেয়া হচ্ছে।

এর আগে শনিবার (২৫ জানুয়ারি) চার ইসরাইলি নারী সেনা সদস্যকে মুক্তি দিয়েছিল হামাস। এর বিনিময় ইসরাইল ২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছিল।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

গত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ে সেই হারের বদলা নেওয়ার সুযোগ হলো রোহিত শর্মাদের।...

এই বিভাগের অন্যান্য সংবাদ