spot_img

দেশে দারিদ্র্য সীমার নিচে ১৯ দশমিক ২ শতাংশ মানুষ

অবশ্যই পরুন

দেশের ১৯ দশমিক ২ শতাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এরমধ্যে শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও গ্রামে ২০ শতাংশের বেশি দরিদ্রদের বসবাস। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি (৬৩ দশমিক ২ শতাংশ) দরিদ্র মানুষ বসবাস করে মাদারীপুরের ডাসার উপজেলায়। ঢাকা বিভাগের আওতাধীন এই জেলায় দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি সবচেয়ে কম দরিদ্র মানুষ রয়েছে নোয়াখালী জেলায়, দারিদ্র্যের হার ৬ দশমিক ১ শতাংশ।

এদিকে সবচেয়ে বেশি (২৬ দশমিক ৬ শতাংশ) দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম (১৫ দশমিক ২ শতাংশ) দরিদ্রদের বসবাস চট্টগ্রাম বিভাগে। এছাড়া গবেষণায় আগের হিসাবের চেয়ে ঢাকায় দারিদ্র্যের হার ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৬ শতাংশ হলেও এই সময়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্রের হার কমেছে।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানে টানা তুষারপাত ও বৃষ্টি, নিহত অন্তত ৬১

আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টিতে গত তিন দিনে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ