spot_img

দুই দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ

অবশ্যই পরুন

মেহেরপুরের চাঞ্চল্যকর জামায়াত নেতা মো. সাইফুল ইসলাম হত্যা মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনেকে জেলগেটে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মেহেরপুর কারাগার থেকে সাবেক এই মন্ত্রীকে আদালতে তোলা হয়। এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা থেকে তাকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

সড়ক পথে প্রিজনভ্যানে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগারে আনা হয় ফরহাদ হোসেনকে। এসময় কারা এলাকাসহ শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে জেলা কারাগারসহ আশপাশে জোরদার করা হয় পুলিশী টহল। আদালতে তোলার সময়েও শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর চাঞ্চল্যকর জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যা, জুলাই-আগস্টের মামলাসহ মেহেরপুর জেলাতে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

ফরহাদ হোসেন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ

জাপানে মাহাথির মোহাম্মদকে জন্ম শতবার্ষিকীর আগাম শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগাম অভিনন্দন জানিয়েছেন।আগামী ১০...

এই বিভাগের অন্যান্য সংবাদ