spot_img

জিতেও সরাসরি শেষ ষোলোয় যাওয়া হলো না রিয়ালের

অবশ্যই পরুন

রিয়াল মাদ্রিদ প্লেঅফ আগেই নিশ্চিত করেছে। ব্রেস্টের বিপক্ষে বুধবার (২৯ জানুয়ারি) লিগ পর্বের শেষ ম্যাচে লড়াইটা ছিল সরাসরি শেষ ষোলোর টিকিটের। সে জন্য নিজেদের জয় তো দরকার ছিলই, দরকার ছিল অন্যদের ‘সহায়তা’ও। নিজেরা জিতলেও ‘সহায়তা’ মিলেনি। তাই সরাসরি শেষ ষোলোতেও যাওয়া হয়নি।

সরাসরি শেষ ষোলোতে যেতে লিগপর্বের পয়েন্ট টেবিলের অন্তত সেরা আটে থাকতে হয়। শুরুর দিকে পয়েন্ট হারাতে হারাতে সে দৌড়ে অনেকটা পিছিয়ে পড়ে ১৫টি শিরোপা জেতা ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদ। আর আজ তারা লিগপর্ব শেষ করল টেবিলের ১১ নম্বরে থেকে। তাই শেষ ষোলোর টিকিটের জন্য তাদের খেলতে হবে প্লেঅফ। প্লেঅফে দুটি ম্যাচ। এই পর্বে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পাবে ম্যানচেস্টার সিটি কিংবা সেল্টিককে। এর ড্র হবে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি)। আর ম্যাচগুলো হবে ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে।

রিয়াল বুধবার ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়েছে। রদ্রিগো করেছেন জোড়া গোল, একটি বেলিংহ্যামের। স্টেড ডু রোডোরোতে দুই দলের একাধিক মিসের পর ২৭ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন রদ্রিগো।

রদ্রিগো জোড়া গোল পূর্ণ করেন ৭৮ মিনিটে। ব্রেস্টের গোলরক্ষক এমবাপ্পের শট ফিরিয়ে দিলে ফিরতি বল পান রদ্রিগো। কালক্ষেপণ না করে প্রথম টাচেই বল জালে জড়ান তিনি। ফলে প্রথম ৫ ম্যাচের মধ্যে তিনটিতে হারা রিয়াল লিগপর্ব শেষ করল টানা তিন ম্যাচ জিতে।

সর্বশেষ সংবাদ

রাজউক চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানে দুদক, ৩ সদস্যের টিম গঠন

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ