spot_img

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২০

অবশ্যই পরুন

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের ইউনিটি প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ উর্দু এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী নিহত হয়েছেন।

ওই বিমানে ২১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে মাত্র একজন জীবিত আছেন। বিমানটি রানওয়ে থেকে মাত্র ৫০০ মিটার দূরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিধ্বস্ত হয়।

দক্ষিণ সুদানে জাতিসঙ্ঘের শান্তি রক্ষা মিশন দ্বারা পরিচালিত রেডিও মিরায়া জানিয়েছে, ওই বিমান দক্ষিণ সুদানে একটি তেল ফিল্ড থেকে রওয়ানা হওয়ার পরে এ দুর্ঘটনার শিকার হয়।

উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদানে সাম্প্রতিক এমন ঘটনা আরো ঘটেছে। ২০১৮ সালে সেপ্টেম্বরে দেশটির রাজধানী জোবা থেকে ইয়ারোল যাওয়ার পথে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে প্রায় ১৯ জন ব্যক্তি নিহত হয়েছিলেন।

সূত্র : ডন নিউজ

সর্বশেষ সংবাদ

বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো–মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে একসঙ্গে দেখা গেছে বহু নাটক ও বিজ্ঞাপনে। এমনকি ওয়েব কনটেন্টেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ