spot_img

গণমাধ্যম বর্তমানে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে: ড. ইউনূস

অবশ্যই পরুন

বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

এ সময় তাদের সাথে অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কারের কার্যক্রমের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে অ্যালেক্স সোরোস ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়ায় ড. ইউনূসের প্রশংসা করেন। এসময় তারা জুলাইয়ের গণঅভ্যুত্থান, ভিকটিমদের জন্য অন্তর্বর্তী ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন, কীভাবে তাদের উন্নতি করা যায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ সংবাদ

‘রাস্তার ওপর ফেলছে লাশ, কোনো দয়া ছাড়াই করছে হত্যা’

সুদানের ইল-ফাশার শহরে হাজার হাজার মানুষ এখনো মৃত্যুর ফাঁদে আটকা, অনেকেই আরএসএফের (র‍্যাপিড সাপোর্ট ফোর্স) হাত থেকে বাঁচতে লুকিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ