spot_img

অর্থ আর খ্যাতির মধুর দোটানায় ভিনিসিয়ুস

অবশ্যই পরুন

টাকা নয়, গৌরবকেই বেছে নেবেন ভিনিসিয়ুস জুনিয়র— এমনটাই বিশ্বাস রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। কারণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব।

স্প্যানিশ একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায় মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু তাই নয় দলবদলের ফি হিসেবে আরও ৩০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে ক্লাবটি। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব উঁকি দিচ্ছে ভিনিকে।

সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী সেটি অবশ্য জানা যায়নি এখনও। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। তবে ভিনি রিয়ালে থাকবেন বলেই আশাবাদী কার্লো আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা অবশ্যই আছে। আমার মনে হয়, ভিনি এখানে থাকবে এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জিততেই সে উৎসাহী। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।

২০২৩ সালের জুন মাসে সৌদি আরব থেকে বেশ লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক ফুটবলার টনি ক্রুস। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি। এই ঘটনার স্মৃতিচারণ এনে কার্লো আনচেলত্তি বলেছেন, আমি ফুটবলে সবকিছু বুঝি। টনি ক্রুসের অবসর নেওয়াটা বুঝেছি। সবাই তা বোঝেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম।

উল্লেখ্য, চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিজের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চান না রিয়ালের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লস ব্লাঙ্কোসদের সঙ্গে ভিনির চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কে কত বেতন পাবেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার কেন্দ্রীয় চুক্তিভূক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। চলতি মার্চ থেকে তালিকা অনুযায়ী, বিসিবি থেকে বেতন-ভাতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ