spot_img

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা, আহত ২৪

অবশ্যই পরুন

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননের প্রধান শহর নাবাতিহে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ২৪ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা নাবাতিহের ধারে অস্ত্র পরিবহনকারী হিজবুল্লাহর যানবাহনগুলোতে আক্রমণ করেছে।

এদিকে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি নাবাতিয়ের ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এগুলোকে ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

মিকাতির কার্যালয় এক বিবৃতিতে জানায়, তিনি মঙ্গলবার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির সভাপতি মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্সের সাথে ফোনে কথা বলেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মিকাতি আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধবিরতি বাস্তবায়নের নিশ্চয়তা দেয়ার জন্য ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে তীব্র সংঘর্ষ, এক সেনাসহ নিহত ৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান, খাইবার এবং বান্নু জেলায় পৃথক সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এরমধ্যে একজন সেনা সদস্য এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ