spot_img

৫ বছর পর সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে চীন ও ভারত

অবশ্যই পরুন

অবশেষে প্রায় পাঁচ বছর পর সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে চীন ও ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। এটি ২০২০ সালে হিমালয় সীমান্তে প্রাণঘাতী সামরিক সংঘর্ষের পর তিক্ত হয়ে যাওয়া দুই দেশের মধ্যকার সম্পর্কের উষ্ণতা বাড়ার ইঙ্গিত। এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বৈঠকের পর ভারতীয় মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, দুই পক্ষ শিগগিরই একটি বৈঠকে এই বিমান পরিষেবার কাঠামো নিয়ে আলোচনা করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উপমন্ত্রী পর্যায়ে আরেকটি বৈঠকে দুই দেশের সাংবাদিকদের বিনিময় সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ‘ভুল হিসাব’ করছে। ‘ইহুদিবাদী মিথ্যাচারে’ কান...

এই বিভাগের অন্যান্য সংবাদ