spot_img

হোয়াইট হাউসে নেতানিয়াহুকে আমন্ত্রণ ট্রাম্পের, বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকটি আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নির্ধারিত হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুই প্রথম বিদেশি নেতা যাকে এমন আমন্ত্রণ জানানো হলো।

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দ্য টাইমস অব ইসরায়েলকে বলেছেন, বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। যদিও বৈঠকটি আগামী সপ্তাহের শুরুতেই হবে বলে জানান তিনি।

আমন্ত্রণপত্রে ট্রাম্প নেতানিয়াহুকে লিখেছেন, ’কীভাবে আমরা ইসরায়েল ও তার প্রতিবেশীদের জন্য শান্তি আনতে পারি এবং আমাদের সম্মিলিত শত্রুদের মোকাবিলার প্রচেষ্টা গ্রহণ করতে পারি সে বিষয়ে আমি আলোচনা করতে আগ্রহী।’

দুই দেশের নেতা গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে পারেন। এই চুক্তি নিয়ে ইসরায়েলে নেতানিয়াহু চাপে থাকলেও চুক্তি যেন বজায় থাকে সে চেষ্টাই করবেন ট্রাম্প। বিনিময়ে নেতানিয়াহু সরকারকে কিছু প্রণোদনা প্যাকেজ দিতে পারে ট্রাম্প প্রশাসন।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজায় একটি তিন ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। গত রোববার (১৯ জানুয়ারি) এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

সর্বশেষ সংবাদ

চীনের এইচকিউ-৯বি দিয়ে এবার ইসরায়েলকে শিক্ষা দেবে মিসর!

মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের ভয়ংকর সব আক্রমণের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এশিয়ার পরাশক্তি চীনের তৈরি এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন...

এই বিভাগের অন্যান্য সংবাদ