spot_img

অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা— প্রশ্ন রিজভীর

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বর্তমানে দেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে সদস্য নবায়ন ফরম জেলা ও মহানগর শাখায় বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, নানাভাবে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। বিভেদের সুর যারা বাজান তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কীট পতঙ্গরা যেনো বিএনপিতে না ঢুকতে পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন। যারা বহিষ্কার হয়েছেন তারা সদস্য নবায়ন করতে পারবেন না বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’...

এই বিভাগের অন্যান্য সংবাদ