spot_img

ভিয়েতনাম থেকে আসছে ১ লাখ টন চাল

অবশ্যই পরুন

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত, পাকিস্তান এবং মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে জি-টু-জি পদ্ধতিতে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের ভিত্তিতে খাদ্য মন্ত্রণালয় ভিয়েতনামের ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন’ থেকে প্রতি টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে ১ লাখ টন আতপ চাল আমদানি করবে। এ চাল কিনতে মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

বৈঠকে রমজান উপলক্ষে খাদ্যপণ্যের মজুত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “রমজানে যেন খাদ্যপণ্যের ঘাটতি না হয়, সেজন্য চাল ও গমের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হবে।”

চলতি মাসেই ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন করে মোট ১ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারত থেকে আমদানিকৃত চালের দাম ছিল প্রতি কেজি ৫৬ টাকা এবং পাকিস্তান থেকে আসা চালের দাম প্রতি কেজি ৬০ টাকা।

সর্বশেষ সংবাদ

সিলেটকে হারিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

মিরপুরে যেন টি-টোয়েন্টির সব রোমাঞ্চ জমে ছিল শেষ ওভারের জন্য। জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ২...

এই বিভাগের অন্যান্য সংবাদ