spot_img

জামা-জুতা রাখার জন্য ফ্ল্যাট কিনলেন অভিনেতা ক্রুষ্ণা!

অবশ্যই পরুন

এবার ব্যতিক্রম শখ দেখা গেছে বলিউড অভিনেতা ও কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেকের। ক্রুষ্ণার আরেকটি পরিচয় হলো, তিনি অভিনেতা গোবিন্দর ভাগ্নে।

একটা সময় মামার পোশাক পরে বেড়ে উঠেছেন তিনি। আর এখন নিজের পোশাকের জন্যই রয়েছে তার আলাদা একটি ফ্ল্যাট। নিয়মিত নিজের পছন্দসই পোশাক, জুতা, প্রসাধনী, ঘরিসহ আরও অনেক কিছু কেনাকাটা করতে ভালোবাসে ক্রুষ্ণা।

এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, জামাকাপড় ও জুতার বিপুল সংগ্রহের স্টোরেজ স্পেস ব্যবহারের জন্য তিন রুমের একটি ফ্ল্যাট কিনেছিলাম। শুধু তাই নয়, প্রতি ছয় মাস অন্তর নিজের জামাকাপড় পরিবর্তন করেন ক্রুষ্ণা।

তিনি আরও বলেন, মামা গোবিন্দর জামাকাপড় পরেই বড় হয়েছি। আমি যখন কলেজে পড়তাম তখন মামা সব বড় ব্র্যান্ডের পোশাক পরতেন। সে সময় ব্র্যান্ড সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। মামা তখন প্রাডা, গুচি পরতেন। বছরের পর বছর ধরে আমি তার সেই ব্র্যান্ডের শার্ট ও জ্যাকেট পরতাম।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে আইন কমিশন। আজ সোমবার (২৬ জানুয়ারি) বঙ্গভবনে আইন কমিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ