spot_img

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

অবশ্যই পরুন

মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (২৭ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগ দেন।

রাষ্ট্রদূত হিসেবে প্রথম দিনের কর্মপর্বের একটি ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “নতুন কর্মস্থলের প্রথম দিন।”

এর আগে গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মুশফিকুল ফজল আনসারীকে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত করা হয়েছে। তিন বছরের জন্য তিনি রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের শর্তাবলী চুক্তিপত্রে নির্ধারিত হবে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ