মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটি-এর ২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) ‘কাউন্সিল অব এমআইএসটি’, এমআইএসটিৎর সর্বোচ্চ নীতি নির্ধারনী বডি এই সভা করেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রতিরক্ষা মন্ত্রণালয় সচিব মো: আশরাফ উদ্দিন, বিইউপির ভাইস চ্যান্সেলর, মেজর জেনারেল মো: মাহবুব-উল-আলম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: নাসিম পারভেজ, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন্ চীফ মেজর জেনারেল মু: হাসান-উজ-জামান, বিএমএর কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: কবিরুল ইসলাম এবং অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের গণ্যমান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
শিক্ষা উপদেষ্টা তাঁর উদ্বোধনী বক্তব্যে প্রথমে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এমআইএসটি’র নিহত শহীদ শাইখ আস্-হা-বুল ইয়ামিন ও শহীদ মো: রাকিবুল হোসেনসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এমআইএসটির বর্তমান পরিকল্পনা ও অগ্রগতির প্রশংসা করে তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের (৪ওজ) সাথে সামঞ্জস্যতা রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিকসের উপর গবেষণা ও জ্ঞানার্জনে এমআইএসটির প্রতি আহবান জানান।
সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে এমআইএসটির অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় উন্নতির ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
নৌবাহিনী প্রধান, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রযুক্তিগত শিক্ষায় এমআইএসটির নেতৃত্বের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণ এবং উচ্চমানের প্রযুক্তিবিদ তৈরিতে এমআইএসটির অসামান্য অবদানের কথা উল্লেখ করেন।
সভায় এমআইএসটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে বিভিন্ন বিভাগের আসন সংখ্যা বৃদ্ধি, আন্তর্জাতিক র্যাংকিংয়ে অন্তর্ভুক্তির লক্ষ্যে নতুন অনুষদ ও প্রোগ্রাম চালু, সাইবার সিকিউরিটিতে এমএসসি ডিগ্রি প্রোগ্রাম প্রবর্তন, বায়োমেডিক্যাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (ইজওঈ) স্থাপন এবং ‘ইঞ্জিনিয়ারিং সেল’ গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। কমান্ড্যান্ট এমআইএসটি সভার সকলকে স্বাগত জানান এবং এমআইএসটির অর্জন ও চ্যালেঞ্জ সংক্ষেপে তুলে ধরেন। সমাপনী বক্তব্যে শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের গুরুত্ব তুলে ধরেন এবং সিদ্ধান্তগুলো এমআইএসটির জন্য নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।