spot_img

পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কোনো চিঠি পায়নি মন্ত্রণালয়: পররাষ্ট্রের মুখপাত্র

অবশ্যই পরুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার তথ্য এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আজ সোমবার (২৭ জানুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এছাড়া সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছে দুদক। পুতুলের দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে রফিকুল আলম বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি। সুতরাং, এখানে প্রি-ম্যাচিউর স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না।

তিনি আরও বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় না। এটা সাধারণ একটি প্রক্রিয়া। এর ব্যত্যয় কোথায় হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো খতিয়ে দেখবে।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে লিড নিল পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের দেয়া ১৬৯...

এই বিভাগের অন্যান্য সংবাদ