সদ্য মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘বিনোদিনী যা একটি নটীর আখ্যান’র। বিনোদিনী দাসীর জীবন নিয়ে তৈরি এই সিনেমা নিয়ে যখন সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র, ঠিক তখনই শনিবারের সন্ধেতেই সৃজিত মুখোপাধ্যায়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছুড়েছেন ছক্কা।
জানিয়েছেন, তার আগামী ছবি, রানা সরকার প্রযোজিত, ‘লহ গৌরাঙ্গের নাম রে’তেও থাকছে বিনোদিনী প্রসঙ্গ। আর সেই বিনোদিনী কে জানেন? শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুটিং শুরু সামনেই। ‘পরিণীতা’র পর থেকেই নিজস্ব ছক ভেঙে একের পর এক সিনেমায় দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন শুভশ্রী গাঙ্গুলী। কখনো গ্ল্যামারহীন চরিত্রে, আবার কখনো বৃদ্ধার ভূমিকায়— চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন অভিনেত্রী।
এর মধ্যে গতকাল রোববার (২৬ জানুয়ারি) কলকাতায় অনুষ্ঠিত এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘বাবলি’র জন্য সেরা অভিনেত্রী এবং ‘সন্তান’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শুভশ্রী। সেই মঞ্চেই এলো নতুন সিনেমার ঘোষণা। সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী। এমনটা ঘোষণা করলেন পরিচালক নিজেই।
বিনোদিনীর ভূমিকায় প্রথমদিকে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। সে অনুযায়ী ২০২১ সালে সিনেমার ঘোষণা হওয়ার পর লুকও প্রকাশ্যে এসেছিলো। ন্যাড়া মাথায় চৈতন্যভাবে আচ্ছন্ন বিনোদিনীর লুকে প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে মাঝখানে জল অনেকদূর গড়িয়েছে। সিনেমার কাজও স্থগিত হয়েছে একাধিকবার। এবার বদল হলো সৃজিতের বিনোদিনী! প্রিয়াঙ্কার স্থলাভিষিক্ত হলেন শুভশ্রী।
জানা গেছে, ছবিতে শ্রীচৈতন্যর ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। গিরীশ ঘোষের চরিত্রে থাকছেন ব্রাত্য বসু। এ ছাড়া রয়েছেন পাওলি দাম।
প্রসঙ্গত, এর আগে ‘দশম অবতার’ সিনেমার সময়েই সৃজিতের পরিচালনায় অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। কিন্তু সেসময় বাদ পরেন তিনি। এবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার হাত ধরে সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।