spot_img

ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা গেলে আস্থা বাড়বে: ইসি সানাউল্লাহ

অবশ্যই পরুন

ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে— এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ভোটের নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরকেও সংযুক্ত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্বাচন কমিশনের হাতে নেই জানিয়ে বলেও জানান তিনি।

এই নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে ২০২৫ সালের ডিসেম্বরে থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

সর্বশেষ সংবাদ

আবু ধাবির রাস্তায় চলবে চালকবিহীন গাড়ি

আবু ধাবির রাস্তায় চলাচলের জন্য চালকবিহীন ডেলিভারি যানবাহনের জন্য প্রথম লাইসেন্স প্লেট ইস্যু করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এচাড়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ