spot_img

৮ বছর পর আফগানিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

আফগানিস্তানের কাবুলে ৮ বছর পর সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ রক্ষার্থে আফগানিস্তানে গেছেন পররাষ্ট্রমন্ত্রী।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ছাড়াও দেশটির অর্থনৈতিক বিষয়াদি সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

পানির অধিকার, হেলমান্দ ও হারিরুদ নদীর ওপর বাঁধ নির্মাণ নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও আফগানিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ফলে কাবুলে দুই পক্ষের বৈঠকে এ নিয়ে আলাপ হতে পারে।

এছাড়া সীমান্ত নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

বার্সায় ফিরতে নেইমারকে পূরণ করতে হবে কঠিন শর্ত

বার্সেলোনায় ফিরে আসার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, তবে তার জন্য কাতালান ক্লাবটি একটি কঠিন শর্ত দিয়েছে। স্প্যানিশ দৈনিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ