চিত্রনায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালককে আটক করেছে রামপুরা থানা পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ঘটে যাওয়া ঘটনা নিয়ে ২১ জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন নিঝুম। এ সময় ভিডিও বার্তায় সেই ভয়াবহ ঘটনার কথা বর্ণনা করে কেঁদেছিলেন তিনি। তিনি অভিযোগ করেছেন, তাকে রাইড শেয়ারিং চালক অপহরণের চেষ্টা করেছিলেন।
এর আগে অপহরণের চেষ্টা নিয়ে গত ২১ জানুয়ারি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিঝুম রুবিনা, সাধারণ ডায়েরি নম্বর ১২৩৭। সেখানে তিনি উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও গাড়িটি গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও চালক গাড়ি থামাননি। পরে ব্রেক কষলে গাড়ি থেকে ঝাপ দিয়ে নেমে যান রুবিনা।
নিঝুম রুবিনার চলচ্চিত্রে অভিষেক জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে। ২০১৩ সালে ছবিটি মুক্তি পায়। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোয়। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’ ও আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ ছবি দুটিতে কাজ করছেন তিনি। তাকে সবশেষ দেখা যায় ‘লিপস্টিক’ সিনেমায়।