বলিউড অভিনেতা সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলার পর ১৯টি আঙুলের ছাপ পেয়েছিল মুম্বাই পুলিশ। তবে তার সঙ্গে মিল নেই সম্প্রতি গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহবাজের আঙুলের ছাপের। তদন্ত এগোতেই হাই প্রোফাইল এই মামলায় নতুন মোড় নিয়েছে।
সূত্রের খবর, অভিনেতার বান্দ্রার বাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টগুলি সিআইডি’র (CID) বিশেষজ্ঞ দলের কাছে পাঠিয়েছে মুম্বাই পুলিশ। একটি সিস্টেম জেনারেটেড রিপোর্ট বলছে, ওই ছাপের সঙ্গে মিল নেই ধৃত শরিফুলের আঙুলের ছাপের।
সিআইডি সূত্র থেকে পাওয়া খবর, তাদের বিশেষজ্ঞ টিমের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। নতুন করে বান্দ্রার বাড়ি থেকে পাওয়া সমস্ত ফিঙ্গারপ্রিন্টগুলি সিআইডি-র ল্যাবে পাঠিয়েছে মুম্বাই পুলিশ।
গত ১৬ জানুয়ারি মধ্যরাতে বান্দ্রার বিলাসবহুল সৎগুরু শরণ আবাসনে ঢুকে পড়ে এক আততায়ী। অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। তাঁকে ছ’বার ছুরির কোপ মেরে পালায় আততায়ী। তিন দিনের তল্লাশির পর ঠানে এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মহম্মদ শরিফুল ইসলামকে।
এদিকে অভিনেতার আবাসন থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা গিয়েছে সেই ব্যক্তি তাঁর ছেলে নয় বলে বিস্ফোরক দাবি করেছেন ধৃত শরিফুলের বাবা। এবার ফিঙ্গারপ্রিন্ট না মেলায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগে পুলিশ জানিয়েছিল, ধৃত শরিফুল বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। মেঘালয় থেকে ডাউকি নদী পার করে অসম এবং পশ্চিমবঙ্গ হয়ে সে মুম্বাই গিয়ে পৌঁছায়।
খবর: এই সময়