বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে কার্যত জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণে লড়াইটাও জমাতে পারল না জুনিয়র টাইগ্রেসরা।
অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা। সুমাইয়া আক্তারদের বিপক্ষে ৮ উইকেটের জয়ে ইতোমধ্যে সেমিফাইনালে পা রেখেছে ভারত। অন্যদিকে এক ম্যাচ বাকি রেখেই কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
আজ (রোববার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার সিক্সে গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৭.১ ওভারের মধ্যেই জয় তুলে নেয় ভারতের মেয়েরা।
টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশের মেয়েরা। দলীয় ৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফিরে যান। শুরুর পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বিজ্ঞাপন
ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান। এলবিডব্লিউ হয়ে মাওয়া বিদায় নিলে ভাঙে জুটি। ২০ বলে তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। শেষ পর্যন্ত আর বেশিদূর এগোতে পারেনি ধুঁকতে থাকা বাংলাদেশ। ২৯ বলে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন ভারতের মেয়েরা। সাজঘরে ফেরার আগে ওপেনার গঙ্গাদি তৃশা খেলেন ৩১ বলে ৪০ রানের ইনিংস। ৮ উইকেটের জয়ে গ্রুপ ওয়ান থেকে অস্ট্রেলিয়ার পর সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতেরও।
অন্যদিকে, সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশের। কারণ ২ পয়েন্ট এগিয়ে থাকা ভারত এ ম্যাচ জিতলে বাংলাদেশের তুলনায় ৪ পয়েন্ট এগিয়ে যেত। আর তাতে শেষ ম্যাচ জিতলেও কোনো লাভ হতো না। নিয়মরক্ষার ম্যাচে ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সুমাইয়ারা।