spot_img

ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন অশ্বিন

অবশ্যই পরুন

ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

শনিবার (২৫ জানুয়ারি) পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট ১৩৯ জনের নাম প্রকাশ করেছে দেশটির সরকার। ক্রিকেটারদের মধ্যে অশ্বিনকে এই পুরস্কার দেয়া হচ্ছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে ভারত।

১৩৯টি পদ্ম অ্যাওয়ার্ড অনুমোদন করা হয়েছে ১৪০জন ব্যক্তির জন্য। এদের মধ্যে যৌথভাবে পাচ্ছেন দু’জন।

শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতিবছর এই সম্মাননা দিয়ে থাকে।

মোট পাঁচজন ক্রীড়াবিদকে এবার বিভিন্ন বেসামরিক পদকে ভূষিত করছে ভারত সরকার। অশ্বিন বাদে বাকিরা হচ্ছেন ভারতের হকির আইকন পিআর শ্রীজেশ, প্যারা অলিম্পিকের স্বর্ণজয়ী হরবিন্দর সিং, সাবেক ফুটবলার ইনিভালাপ্পিল মানি বিজয়া এবং খ্যাতিমান অ্যাথলেটিকস কোচ সত্যপাল সিং। এদের মধ্যে শ্রীজেশ পাচ্ছেন তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ। বাকি তিনজন অশ্বিনের মতোই পদ্মশ্রী পাচ্ছেন।

২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন সিরিজের মাঝখানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংরাও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।

তাঁদের মধ্যে টেন্ডুলকার ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর ২০০৮ সালে পান দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মবিভূষণ। আর ২০০৯ সালে পদ্মশ্রী পাওয়া ধোনি ২০১৮ সালে পান তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ।

উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন। এরপরেই রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।

সর্বশেষ সংবাদ

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে...

এই বিভাগের অন্যান্য সংবাদ