spot_img

জনগণকে মালিকানা ফিরিয়ে না দিলে গণতন্ত্রের অগ্রগতি হবে না: আমীর খসরু

অবশ্যই পরুন

জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে। তেমনটা হলে গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে।

সংস্কারের জন্য বিএনপির আগে কেউ প্রস্তাব দেয়নি দাবি করে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে ছাত্র-জনতা। সেখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নেই। এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার ত্যাগের প্রতি বেঈমানী হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে...

এই বিভাগের অন্যান্য সংবাদ