বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের নতুন পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে টিআইবির আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৫ বছরে কর্তৃত্ববাদী সরকার জীবাশ্ম জ্বালানির ওপর ভিত্তি করে রাষ্ট্র কাঠামো নীতিমালা তৈরি করেছিল, যা দেশের পরিবেশ ও অর্থনীতির জন্য ক্ষতিকর। তবে এখন সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করার সময় এসেছে।
ড. ইফতেখারুজ্জামান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে তরুণ প্রজন্ম এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে। একইসঙ্গে অংশীজনদের সঙ্গে সমন্বয় করে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে।
এই মানববন্ধনে টিআইবির অন্যান্য কর্মকর্তারাও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।