spot_img

এবারও সৌদি আরবই হতে পারে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর

অবশ্যই পরুন

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবকে বেছে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদেও সবার আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এমন সম্ভাবনার কথা জানান।

তিনি বলেন, তাঁর প্রথম সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে।

গেল ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টরা প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে করে থাকেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের পণ্য কিনতে সম্মত হয়েছিল সৌদি আরব। এবারও যদি সেই প্রস্তাব ঠিক থাকলে, আমি আবারও সেখানে যাব।’

সর্বশেষ সংবাদ

ভ্যালেন্সিয়ার জালে সাত গোল বার্সার

টানা চার ম্যাচ পর লা লিগায় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। ফেরমিন লোপেজের জোড়া গোলের পাশাপাশি আরও চার স্কোরারের সুবাদে...

এই বিভাগের অন্যান্য সংবাদ