spot_img

এসআই মালেক ও কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির

অবশ্যই পরুন

জুলাই-আগস্ট বিপ্লবে সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

পুলিশের এই দুই সদস্যের বিরুদ্ধে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

গত বছরের ২৬ ডিসেম্বর এসআই মালেককে কিশোরগঞ্জ ও কনস্টেবল মুকুলকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করে ট্রাইবুনালে হাজির করা হলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ তাদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

এর আগে, ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে ট্রাইব্যুনাল ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন।

সর্বশেষ সংবাদ

ভ্যালেন্সিয়ার জালে সাত গোল বার্সার

টানা চার ম্যাচ পর লা লিগায় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। ফেরমিন লোপেজের জোড়া গোলের পাশাপাশি আরও চার স্কোরারের সুবাদে...

এই বিভাগের অন্যান্য সংবাদ