spot_img

মেট্রোরেলের নির্মাণ কাজ: গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

অবশ্যই পরুন

ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ রোববার (২৬ জানুয়ারি) থেকে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের পরিষেবা লাইন স্থানান্তর কাজের জন্য গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমটিসিএল প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর ও আশপাশের যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন-৫ নর্দান রুটের কাজ চলছে। এই প্রকল্পের অংশ হিসেবে গুলশান-২ গোলচত্বর এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু হবে। কাজটি ২৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত হবে, যা ওই এলাকায় যানজট সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ যানজট এড়াতে জনসাধারণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

১ লাখ নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র

বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে যুক্তরাষ্ট্র। প্রশাসনসূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১ লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ