spot_img

নাসার ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যানেট পেট্রো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন তিনি। নাসার ইতিহাসে এই প্রথম কোনো নারী সংস্থাটির শীর্ষ দায়িত্বে এলেন।

নাসার এক বিবৃতিতে বলা হয়েছে, পেট্রো এজেন্সির বাজেট, কর্মসূচি এবং নীতিমালা পরিচালনার দায়িত্ব পালন করবেন। মার্কিন সিনেটে নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে বহাল থাকবেন।

নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন পেট্রো। তাঁর নেতৃত্বে স্পেস সেন্টারটিকে একাধিক কাজে ব্যবহার-উপযোগী মহাকাশবন্দর হিসেবে গড়ে তোলা হয়। সেখানে তিনি কর্মী ব্যবস্থাপনা, নীতি প্রয়োগ এবং বিভিন্ন মিশন পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

মার্কিন সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে কর্মজীবন শুরু করা পেট্রো নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্ট ইউএস মিলিটারি একাডেমি থেকে ১৯৮১ সালে স্নাতক পাস করেন।

২০২৪ সালের ডিসেম্বরে নাসার প্রশাসক হিসেবে উদ্যোক্তা ও বাণিজ্যিক নভোচারী জ্যারেড আইস্যাকম্যানকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ততদিন পেট্রো ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

নাসার শীর্ষ নেতৃত্বে প্রথম নারী হিসেবে জ্যানেট পেট্রোর নিয়োগ সংস্থার জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। তাঁর নেতৃত্বে নাসা নতুন দিগন্তে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ভ্যালেন্সিয়ার জালে সাত গোল বার্সার

টানা চার ম্যাচ পর লা লিগায় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। ফেরমিন লোপেজের জোড়া গোলের পাশাপাশি আরও চার স্কোরারের সুবাদে...

এই বিভাগের অন্যান্য সংবাদ