রাজনৈতিক পালাবদলের পর বড় পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভায় দুটি বিভাগের নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। আর সেখানে দুই বোর্ড পরিচালক দায়িত্ব পেয়েছেন নতুন দুটি কমিটির।
বিসিবির বোর্ড মিটিং শেষে সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন বোর্ডের দুই পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু। স্ট্যান্ডিং কমিটি এবং কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন এসব বিষয় নিয়ে জানিয়েছেন তারা।
জানা গেছে, বিসিবির ক্রিকেট পরিচালনা ও নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। মিডিয়া কমিটির দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু, যিনি আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের পদে আছেন।
গত বছরের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তারপর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। এরপর বিসিবি পরিচালকদের মধ্যে একে একে পদত্যাগ করেন আহমেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, এনায়েত হোসেন সিরাজরা।